প্রিমিয়ার ব্যাংক ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০১৯, পঞ্চম বারের মত আয়োজিত হতে যাচ্ছে আগামী ৪ ও ৫ অক্টোবর, প্যান প্যাসেফিক সোনারগাঁ হোটেলে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের সকল স্বনামধন্য এডুকেশন কনসাল্টেন্টদের পাচ্ছেন একই ছাতার নিচে।।
বিশেষ দ্রষ্টব্যঃ- শিক্ষা মেলায় এসেও রেজিস্ট্রেশন করা যাবে।
Study Solutions Limited. (Stall No. 47, 48, 51, 52)
বিশ্বের নামী-দামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলা, পেপারস এসেসমেন্ট, স্পট এডমিশন, স্কলারশিপ অফার সহ অসংখ্য বিষয়ের তথ্য ও সেবা নেয়ার সুযোগ করে দিচ্ছে ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসাল্টেন্টস এসোসিয়েশন অফ বাংলাদেশ (FACD CAB) www.facdcab.com
তারিখঃ ৪ ও ৫ অক্টোবর ২০১৯
সময়ঃ সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা
ভেনুঃ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, কাওরান বাজার, ঢাকা
হেল্পলাইনঃ 01730883611
শিক্ষামেলায় রেজিস্ট্রেশন ও প্রবেশ সকলের জন্য সম্পূর্ণ ফ্রি !! উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে থাকছে স্মার্টফোন উপহার !! শিক্ষামেলার আয়োজনের সাথে সংযুক্ত যে কোন প্রতিষ্ঠানের বেক্তিবর্গ উক্ত লটারিতে অংশ নিতে পারবেনা।
০৪ অক্টোবর ২০১৯ – ৩ টি স্মার্টফোন
০৫ অক্টোবর ২০১৯ – ৩ টি স্মার্টফোন
লটারি ড্র এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠান মেলার শেষ ঘণ্টায় মঞ্চে অনুষ্ঠিত হবে। এবং বিজয়ীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
**লটারি/পুরুষকার সংক্রান্ত বিষয়ে সকল সিধান্ত পরিবর্তন/পরিমার্জনের এখতিয়ার মেলা কমিটির সিধান্তই গ্রহনযোগ্য বলে বিবেচিত হবে।
Sponsor byPremier Bank Limited
Co-Sponsor by BSB Global Network
Co-Sponsor by T&T Consultancy
Organized by FACD CAB